Posts

C-TPAT Security system অভ্যন্তরীণ নিরাপত্তা নীতিমালা / ( C-TPAT Security system ) Internal Security Policy

Image
C-TPAT Security system  অভ্যন্তরীণ নিরাপত্তা নীতিমালা   (C-TPAT Security system)   Internal Security Policy   ভূমিকাঃ নিরাপত্তা প্রতিটা প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ   বিষয়। বিশেষ করে রেডিমেট গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে বা এপারেল ফ্যাক্টরীতে এর গুরুত্ব অপরিসীম। বর্তমানে অবৈধ ও সন্ত্রাসী কার্যক্রম সমাজের চারিপাশে বিস্তৃত হওয়ার পাশাপাশি এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের   বিস্তিত   হয়েছে এবং মারাত্মক ভাবে এর ক্ষতিকর প্রভাব দেখা দিয়েছে। এতে করে গার্মেন্টস শিল্পে পণ্য আমদানী ও রপ্তানীর ক্ষেত্রে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখা দিয়েছে।           বায়ার/ক্রেতাদের আদেশকৃত পণ্যের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ফ্যাক্টরিতে আমরা একটি নীতিমালা , নির্দেশনা ও পদ্ধতি প্রণয়ন করেছি। পাশাপাশি প্রতিষ্ঠানের নিরাপত্তা বৃদ্ধি এবং সম্পত্তি রক্ষা এবং এর সর্বোপরি বাস্তবায়নে এই নীতিমালা প্রস্তুত করা হয়েছে। এই নিরাপত্তা নীতিমালার মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা স্তররে সর্বোচ্চ নিরাপত্তা সম্পদ প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানে উ