Posts

Showing posts from June, 2022

আমদানি রপ্তানি লাইসেন্স করার নিয়ম | How to apply for Import/ Export Registration Certificate (IRC/ERC) in Bangladesh

Image
ইমপোর্ট ও এক্সপোর্ট ( Import  & Export ) লাইসেন্স যা সংক্ষেপে IRC / ERC আবেদন করতে হয় কি ভাবে , সে সম্পর্কে আজকের আলোচনাঃ ইমপোর্ট ও এক্সপোর্ট লাইসেন্স প্রদান এবং নবায়ন এবং এ সংক্রান্ত রেগুলেটরি অথরিটি হলঃ Office of the Chief Controller of Imports & Exports (CCI&E) আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর-বাণিজ্য মন্ত্রণালয় / Office of the Controller of Imports and Exports, Dhaka প্রথমে জেনে নিই কে বা কারা এই লাইসেন্স পেতে পারে- কোন প্রোপ্রাইটরশিপ কনসার্ন বা একমালিকানাধিন ব্যবসা প্রতিষ্ঠান, কোন পার্টনারশিপ ফার্ম, বা কোন লিমিটেড কোম্পানি আমদানী এবং রপ্তানী লাইসেন্স দুইটা কিন্ত আলাদা লাইসেন্স এবং আলাদা ভাবে নিতে হয়, তবে প্রসেস একই রকম। আমদানী বা রপ্তানী লাইসেন্স আবেদনের জন্য কি কি ডকুমেন্টস দরকার হয়ঃ   1)        ট্রেড লাইসেন্স দরকার হবে; 2)       সংশ্লিষ্ট চেম্বার অফ কমার্স অথবা   সংশ্লিষ্ট কোন স্বীকৃত ট্রেড এসোসিয়েশনের মেম্বারশিপ সার্টিফিকেট দরকার হবে; [যারা নতুন তাদের জন্য বলছি, চেম্বার অফ কমার্স হল ব্যবসায়ীদের সংগঠন, প্রত্যেক জেলায় একটি কর