বৈদ্যুতিক নিরাপত্তা নীতিমালা (গার্মেন্টস ফ্যাক্টরি)

 বৈদ্যুতিক নিরাপত্তা


বৈদ্যুতিক তার থেকে আগুনের সুত্রপাত হওয়া একটি স্বাভাবিক ঘটনা। কারণ যতক্ষণ ইউনিট বা ফ্লোর চালু থাকে ততক্ষণ বৈদ্যুতিক ব্যবহার অব্যাহত থাকে। তাই বিষয়ে যে যে পদক্ষেপ নেওয়া জরুরী তা নিম্নে উল্লেখ করা হলঃ 
Ÿ    কাজের শুরু বা শেষে ফ্লোরের সমস্ত বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে;
Ÿ    Boiler Room Inspection উপযোগী হতে হবে এবং Steam লাইনে ছিদ্র বা লিকেজ থাকবে না ন্যাকেট পাইপ থাকবে না;
Ÿ    কোথাও কোন ন্যাকেট ওয়্যার (Naked Wire) থাকতে পারবে না;


Ÿ    ডিবি বোর্ডে Danger Plate লাগানো থাকবে এবং এর আশে পাশে Treatment of Electric Shock এর Poster থাকতে হবে;
Ÿ    ডিবি বোর্ডগুলি পরিস্কার, পরিচ্ছন্ন আশে পাশে কোন মালামাল রাখা যাবে না। বোর্ড খোলা থাকতে হবে;
Ÿ    Piece Iron সকেট থেকে বিচ্ছিন্ন না করে কর্মস্থল ত্যাগ করা যাবে না;
Ÿ   Piece Iron বা Vacuum Iron পুরাপুরি ঠিক থাকতে হবে এবং Iron Stand এর উপর সর্বদা রাখতে হবে;
Ÿ    সকল মেশিনের মটরপুলি কভার থাকতে হবে;
Ÿ    কোন মটর, ফ্যান, মেশিনের বাজে শব্দ থাকতে পারবে না;
Ÿ    কোন প্রকার ভাঙ্গা বা পোড়া Plug, Socket & Switch ব্যবহার করা যাবে না
Ÿ    টিউব লাইটের Starter সঠিকভাবে থাকতে হবে এবং সমস্ত লাইট এক সঙ্গে জ্বলে উঠবে;
Ÿ    রাতের বেলায় সকল নিরাপত্তা বাতি জালিয়ে রাখতে হবে;
Ÿ    মটর বা মেশিনের তারগুলি সুন্দরভাবে ড্রেসিং করে রাখতে হবে;
Ÿ    একটি নির্দিষ্ট সময় পর পর সমস্ত চ্যানেলগুলি পরিস্কার করতে হবে এবং রেজিষ্টারে লিপিবদ্ধ করে রাখতে হবে
Ÿ    কোন বৈদ্যুতিক তারে আগুন ধরে গেলে কিংবা তারের কোন অংশ থেকে ধোঁয়া বের হলে কি করণীয় তা বাংলা বা ইংরেজীতে লিখে টাঙ্গিয়ে রাখতে হবে।

Comments

Popular posts from this blog

গার্মেন্টস এর ব্যবসায় LC কিভাবে করতে হয়

নতুনদের জন্য ছোট আকৃতিতে গার্মেন্টস ব্যবসার কিছু আইডিয়া | Mini Garments Business Idea for New Entrepreneur

এইচ আর, কমপ্লায়েন্স এর কাজ ও চেকলিস্ট / HR, Compliance work & Check list.